উচ্চশিক্ষা নিয়ে আমাদের মনে কত প্রশ্ন।

কীভাবে প্রিপারেশন নিব? কোন দেশে যাব?
কী সাবজেক্ট পড়ব? ফান্ডিং? স্কলারশিপ?
আই ই এল টি এস, জি আর ই, টোফেল ইত্যাদি ইত্যাদি।

এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আগামী ১৮ই মে বিকাল ৪ টায় শুরু হবে CUET ক্যাম্পাসে একটি বিশেষ সেমিনার। মিস করলে আপনারই লস!
____________________________
#আয়োজনে বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এলামনাই এসোসিইয়েশন ইন জার্মানি (Bangladeshi Student and Alumni Association in Germany)- BSAAG

Website: www.GermanProbashe.com
Facebook: www.facebook.com/groups/BSAAG (ট্রাস্টেড বাই ৪৪,০০০+ মেম্বার্স)

সার্বিক সহযোগীতায় Erasmus Mundus Students & Alumni Association (EMA) and Australian Awards Ambassador.

____________________________

#কারা থাকছেনঃ

★ Speaker 1:

Miss Tanzia Islam

• Doctoral Researcher
• Technical University of Berlin, Germany

★ Speaker 2:

Mr. Ram Krishna Mazumder

• Assistant Professor, IEER, CUET
• Ambassador, Erasmus Mundus Association, Bangladesh

★ Speaker 3:

Professor AMAM Zonaed Siddiki

• Professor and Director (R&E), Chittagong Veterinary and Animal Sciences University
• Australian Awards Ambassador for Bangladesh
____________________________
#কী থাকবেঃ

• বিদেশে পড়াশোনা কেন করবেন, কীভাবে করবেন?
• কীভাবে ঠিক করবেন কোন দেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তা?
• স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে পড়াশোনার সম্ভাবনা
• কীভাবে এপ্লাই করতে হয় এবং কীভাবে স্কলারশিপ খুঁজবেন
• আই ই এল টি এস এবং জি আর ই নিয়ে প্রাথমিক ধারণা
• কীভাবে প্রফেসরদের ইমেল করবেনঃ ইমেল করার কলাকৌশল
• সফলভাবে ভিসা পেতে কী করণীয় তার ব্যাপারে সামগ্রিক আলোচনা
• বিদেশে পড়াশোনা করার অভিজ্ঞতার গল্প
• বিদেশে যাওয়ার পর সহায়তার জন্য বাংলাদেশি এ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ তৈরি
• সবশেষে, সেমিনারে বক্তাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ

বিশেষ আকর্ষণঃ সেমিনারে অংশগ্রহনকারীদের তথ্যবহুল DVD দেয়া হবে।
____________________________
#কখন, কবে, কোথায়ঃ

তারিখ : ১৮ই মে, ২০১৫
সময় : বিকাল ৪টা
ভেন্যু : ওয়েস্ট গ্যালারি, চুয়েট (West Gallery, CUET)
রেজিষ্ট্রেশন ফি: ৫০ টাকা
আসনসংখ্যা সীমিত: ১০০টি

 

আপনি জানেন কি ?

Bangladeshi Student and Alumni Association in GermanyBSAAG জার্মানিতে বসবাসরত বাংলাদেশিদের একটি স্বেচ্ছাসেবী ফোরাম, জার্মানিতে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের পথপ্রদর্শক। রেজিষ্ট্রেশন ফি থেকে প্রাপ্ত সম্পুর্ন অর্থ সেমিনার পরিচালনা ও সামাজিক উন্নয়নমুলক কাজে ব্যাবহৃত হবে। 
____________________________
#অংশগ্রহণের পদ্ধতি:

ধাপ -১. প্রি- রেজিস্ট্রেশন ফর্মটি পুরন
ফর্মের লিঙ্ক পাবেন : goo.gl/lfvaqE

ধাপ -২ . ফাইনাল রেজিস্ট্রশন ফর্ম সংগ্রহ ৫০ টা রেজিস্টেশন ফি দিয়ে করুন
Institute of Earthquake Engineering Research (Ground Floor, Engineering Building) থেকে নেয়া যাবে, আসন সংখ্যা ১০০ মাত্র ।

3. ডেডলাইন : ১৪ মে ২০১৫

4. বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ
Arnob Chowdhury(Mehdi Hasan Chowdhury), Lecturer, EEE
Ram Krishna Mazumder , Asst. Prof., IEER
____________________________
#বিশেষ দ্রষ্টব্যঃ

১, সেমিনারে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
২, এই ইভেন্ট এর wall এ চাইলে আগে থেকে প্রশ্ন করতে পারেন। প্রশ্নগুলো কালেক্ট করে সেমিনারে উত্তর দেয়ার চেস্টা থাকবে।

আয়োজনেঃ Bangladeshi Student and Alumni Association in Germany

ফেসবুকে আমরাঃ www.facebook.com/groups/BSAAG

(ট্রাস্টেড বাই ৪৪,০০০+ মেম্বার্স)

mm

By Anis

Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.

2 thoughts on “সেমিনার সিরিজ ২০১৫- Seminar on “Higher Study and Scholarship Opportunities” at CUET”

Leave a Reply