খরচাপাতি জার্মানি আসার পর-

  1. প্রথমে আসি আপনার থাকার জায়গা নিয়ে। প্রায় সবখানেই আপনাকে বাসা ভাড়া নেওয়ার আগে আপনাকে Kaution মানি দিতে হয়। এই Kaution মানি হল যদি আপনি বাসার কোন জিনিষ পত্রের ক্ষতি করেন, তাহলে সে ক্ষতি পূরণ Kaution মানি থেকে কেটে নিবে। Kaution মানি ২০০-৫০০ পর্যন্ত হতে পারে। তবে বাসা ছেড়ে দিলে আপনি আপনার পুরো Kaution মানি ফেরত পাবেন যদি না কোন ক্ষতি করে থাকেন। বাসা ভাড়া ২০০-৩০০ এর মধ্যে থাকবে যদি Studentenwohnheim হয় বা Studentenwerk হলে। তাহলে এসেই আপনার খরচা হচ্ছে ধরলাম ৩০০(Kaution)+ ২২০ (সেই মাসের ভাড়া ) = ৫২০ ইউরো।
  2. প্রতি মাসের খাওয়া দাওয়া আপনি ৪০-৫০ ইউরো এর মধ্যে সেরে ফেলতে পারবেন।
  3. ইনস্যুরেন্স যদি আউকা (AOK) হয় , তাহলে ৭৫-৮০ ইউরো যাবে হেল্‌থ ইন্সুরেন্সের জন্য।
  4. ভিসা বাড়ানোর জন্য আউস্ল্যান্ডার অফিসে ১০০ ইউরো জমা দিতে হবে, এই খরচা টা রেসিডেন্স পার্মিট কার্ডের জন্য।
  5. সেমিস্টার টিকেট বা আপনার যাতায়াত খরচা এবং ইউনিভার্সিটি তে enrollment সহ ৬ মাসের জন্য আপনাকে ১০০-২৬০ ইউরো এর দিতে হবে। এই টাকা টা সিটি টু সিটি ভ্যারি করে।

তাহলে জার্মানি এসেই আপনার খরচা হচ্ছে আনুমানিক (৫২০+৪০+৭৫+১০০+২৫০ = ৯৮৫ ইউরো। )।

খরচাপাতি জার্মানি আসার পর

mm

By Alfred Bhowmick

I am Alfred, currently living in Köln, Germany. I am doing M.Sc. in Communication Systems and Networks at TH Köln.

Leave a Reply