যারা জার্মানির কোন ভার্সিটিতে রেগুলার স্টুডেন্ট হিসেবে অধ্যয়ন করছেন তাদের জন্য Deutschlandstipendium স্কলারশিপ/বৃত্তি হতে পারে একটি ভালো সুযোগ।

জার্মানির বিভিন্ন ভার্সিটি এই ফান্ডের আওতায় আছে, নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। প্রতিমাসে ৩০০ ইউরো করে ১ বছরের জন্য দেয়া হয়। তবে দ্বিতীয় বছরেও অনেকেই এক্সটেনশন করতে পারেন। ফান্ড আসে দুই ভাবে। অর্ধেক দেয় জার্মান সরকার এবং বাকি অর্ধেক প্রদান করে প্রাইভেট কোম্পানী গুলা।  প্রধানত ব্যাচেলর রেজাল্ট, সোশাল একটিভিটি এর উপর পয়েন্ট অনুযায়ি তালিকা করা হয়। এ ক্ষেত্রে একাডেমিক সার্টিফিকেট এবং সোশ্যাল কাজের প্রমানপত্রও সাথে করে দিয়ে দিতে হবে। তাই দেশ থেকে আসার আগে এইগুলা জোগার করে আনলে অনেক কাজে দিবে।

সবার নিজ নিজ ভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সাবজেক্ট ক্যাটাগরিতে এপ্ল্যাই করতে হবে। তাই নিজস্ব ভার্সিটির ওয়েবে খেয়াল রাখতে হবে। সময়সীমা সাধারনত সেপ্টেম্বর অথবা অক্টোবর। এক মাস সময় থাকে এপ্লিকেশন জমা দেয়ার জন্য। এপ্লিকেশন ফর্ম শুধুমাত্র নিজস্ব ভার্সিটির ওয়েবসাইটে দেয়া হয় ওই এক মাস সময়ের মধ্যে।

এই ভিডিওতেও দেখতে পারেনঃ

BRANDFILM | Deutschlandstipendium from lionmind on Vimeo.

বিভিন্নসময়ে বৃত্তি প্রাপ্তদের নিয়ে এলব্যামঃ

 

বিস্তারিতঃ

For general Info:
university’s that enlisted: http://deutschlandstipendium.de/de/1970.php
stipendium info: http://deutschlandstipendium.de/de/2319.php

mm

By Nayeem Hasan Mallick

পড়ছি Energy Science & Technology, Universität Ulm তে। থাকি Ulm শহরেই। দেশের বাড়ি Kushtia, Khulna, Bangladesh।

One thought on “জার্মান ট্যালেন্ট স্কলারশিপ/বৃত্তি – Deutschlandstipendium”

Leave a Reply