“I speak Spanish to God , Italian to women, French to men, and German to my Horse.” বলেছেন Charles V, Holy Roman Emperor.  আর  Mark twain তো  The awful German Language নামে একটা প্রবন্ধ লিখে ফেলেছেন। কিন্তু যদি মনের ইচ্ছা থাকে এই ঘোড়ার ভাষাও 😉 শেখা যায়।

আজকে শুধু  A1 জার্মান লেভেল পরিক্ষা প্রস্তুতি নিয়ে কিছু লিখব।কিন্তু আমার জ্ঞান যত সীমিত প্রকাশ ক্ষমতা ততোটাই সীমাবদ্ধ। তাই শুধু আমার অভিজ্ঞতা থেকে এই পরিক্ষা নিয়ে হালকা ধারনা দেওয়ার চেষ্টা করব।আর বিস্তারিত তথ্যের জন্য গুগল তো আছেই।

যারা পরিক্ষা দিব বলে ঠিক করে ফেলেছেন তারা তো A1 পরিক্ষা কি তা জানেন তাই সেটা নিয়ে আর বললাম না।

REGISTRATION:

পরিক্ষার ২০-২৫ দিন আগে রেজিস্ট্রেশন শুরু হয়। এর জন্য নির্দিষ্ট তারিখ ও সময় থাকে যা Goethe Institut এর  ওয়েবসাইট থেকে দেখে নিতে হয়। সাথে নিতে হয়

  1. two photos ( 1x passportsize, 1x stampsize)
  2. a copy of your passport or birth certificate(in english)
  3. Price:
    Internal candidates*: 4.500 BDT.
    External candidates*: 9.000 BDT.

এগুলো নিয়ে আপনি বা অন্যকেউ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।আর যেকোন প্রশ্নের জন্য মেইল পাঠাতে বা ফোন করতে পারেন।

contact

GOLAM RASUL
Language Course office
Contact person
Tel. +880 2 9126525-6 ext. 25
Mobile +8801787656845
Fax. +880 2 9117781
[email protected]

EXAM HALL:

Registration এর সময় দেয়া admit card নিয়ে Goethe institut এ  exam dateএ নির্দিষ্ট time যাবেন। অনেকে দেরিতে যাওয়ার কারনে পরিক্ষা দিতে পারেনা।ঢাকার জ্য়াম  এর বিশ্বাস নাই তাই আগেই যাবেন। exam time এর কিছু আগে ওরা গেট খুলে। তারপর  admit card দেখে ভিতরে ঢোকায়  এবং সবাইকে  হল রুম এ বসতে দেয়। এক্সাম এর ৫ মিনিট আগে রুমে যেতে দেয়। তারপর এক্সাম রুম এ বসে  Hören , lesen, schreiben দিতে হয়। শেষ হলে আবার হল রমে বসায় তারপর  ৪ জন করে ডেকে স্পিকিং হয়।

 

EXAM PREPARATIN:

পরিক্ষায় ভাল করতে হলে এর ফরম্যাট সম্পর্কে পরিষ্কার ধারনা থাকা দরকার।তাই প্রথমে কয়েকটা model test এর link দিই সেগুল ভাল করে দেখে নেন।

  1. Goethe Institut modeltest
  2. Telc model test.

EXAM FORMAT:

পার্ট                                       সময়                        মার্কস                      প্রঃ সংখ্যা

লিসেনিং(Hören)                 20 min                     25                                15

রিডিং(lesen)                         25 min                     25                                15

রাইটিং(schreiben)              20 min                     25                                 .

স্পিকিং(sprechen)               15 min                      25                                 .          

মোট                                      80 min                     100                               .

 

100 তে  60 পেলেই পাস। সবগুলো পার্ট একই দিনে হয়। Hören , lesen, schreiben  একসাথে হয় তার ১০-১৫ মিনিট পর স্পিকিং শুরু হয়।

এখন তাহলে পার্ট বাই পার্ট আলোচনা করা যাক।

লিসেনিং(Hören): 

এক্ষেত্রে ৩ টা পার্ট থাকে ।

Teil 1: এখানে  MCQ টাইপ এর ৬ টা প্রশ্ন থাকে ।প্রত্যেকটা দুইবার শুনে যেটা ঠিক সেটাতে ক্রস দিতে হয়।সাধারনত অপশনে ছবি দেয়া থাকে । আর এখানে অফিস,স্কুল,রাস্তা,স্টেশন এর সাধারন কথোপকথন থাকে।

Teil 2: ৪ টা সত্য মিথ্যা (richtig/falsch) নির্নয় করতে হয়।প্রত্যেক্টা মাত্র একবার শুনতে পারবেন তাই সাবধান।সাধারনত এখানে এয়ারপোর্ট, মার্কেট,স্টেশন এ বিভিন্ন ঘোষনা শুনানো হয়।

Teil 3:এখানেও  MCQ টাইপ এর ৫ টা প্রশ্ন থাকে। সাধারনত টেলিফোনের কথা শুনানো হয়।২ বার শোনানো হয়।

আমার কাছে এই Hören টাই কঠিন লাগত কিন্তু বেশী করে সিডি থেকে শুনলে সহজ হয়ে যাবে।আগে টেক্সট গুলো পড়ার চেষ্টা করবেন । Hören এর সময় অনেক ক্লিয়ার ভাবে শুনা যায় তাই ্নো টেনশন।

রিডিং(lesen)

এক্ষেত্রেও ৩ টা পার্ট থাকে ।

Teil 1:দুইটা টেক্সট থেকে ৫ টা সত্য মিথ্যা নির্নয় করতে হবে।

Teil 2:এখানে ৫টা প্রশ্ন থাকবে ।প্রত্যেক্টাই প্রশ্নের উপর নির্ভর করে একটা উত্তর ঠিক করতে হবে। উত্তরে সাধারনত ওয়েবসাইট এর নাম থাকে।

Teil 3:এখানেও  ৫ টা সত্য মিথ্যা নির্নয় করতে হবে।

রিডিং যত পরবেন ততোই ভাল করবেন। যেখানে যখন জার্মানে কিছু লেখা দেখবেন পরার চেস্টা করবেন। তাইলে ভোকাবুলারি বাড়বে।

রাইটিং(schreiben)

২ টা পার্ট থাকে

Teil 1:এখানে ফর্ম ফিলাপ করতে হয়।৫ টা গ্যাপ থাকে । MODEL TEST র কয়েকটা practise করলে হবে। এটাই ফুল মার্ক্স পাওয়া সহজ।

Teil ২: এটাতে letter লিখতে হয়। যত  practise করবেন ততো ভাল করবেন।কমপক্ষে ৩০ শব্দের মধ্যে ৩ টা পয়েন্ট লিখতে হবে।

কয়েক্টা উদাহরণ দিইঃ

1/Ihr Freund Lörtz hat Sie zum Essen eingeladen. Sie können nicht komm en. Sie haben Zahnschmerzen und einen Arzttermin am Nachmittag. Schreiben Sie an Ihren Freund : –

  1.  Danke für die Einladung –
  2. Sagen Sie, dass Sie nicht können, warum? –
  3. Entschuldigung, Sie können nicht kommen

 Lieber Lörtz,

ich danke für die Einladung zum Essen. Es tut mir Leid, ich kann nicht kommen. Denn ich habe einen Arzttermin am Nachmittag. Ich entschuldige mich dafür.

Viele Grüβe

X

2/ Sie haben einen Termin für Samstagnachmittag mit Ihrem Nachbarn Christian. In Ihrer Firma gibt es aber ein Problem. Sie müssen am Samstag bis zum Abend arbeiten. Schreiben Sie an Ihren Nachbarn: –

  1. Entschuldigung –
  2. Sagen Sie, dass Sie nicht können, warum? –
  3. Neuer Termin: Wann?

Lieber Christian,

Entschuldigung, ich kann nicht am Samstagnachmittag zum Termin kommen. Denn es gibt ein Problem bei meiner Firma. Ich muss am Samstag bis zum Abend arbeiten. Können wir uns am Samstag um 18 Uhr treffen? Viele Grüße

3/ Sie machen im Sommer Urlaub. Schreiben Sie eine Postkarte an Ihren Freund: –

  1. Wo? –
  2. Wie ist das Wetter? –
  3. Was machen Sie im Urlaub?

Lieber Peter,

ich bin im Urlaub in Bodrum. Das Wetter ist heiß und sonnig hier. Ich schwimme jeden Tag. Am Wochenende gehe ich auf eine Party. Ich tanze gerne. Ich lade dich ein. Screib mir!

Liebe Grüße

4 /Sie möchten am 3. Juli in Deutschland Urlaub machen. Schreiben Sie an Reisebüro: –

  1. Wann? –
  2. Wie viele Personen und Zimmer? –
  3. Fragen Sie den Preis?

Sehr geehrte Damen und Herren,

ich möchte am 3. Juli mit meiner Frau und meiner Tochter in Deutschland Urlaub machen. Wir möchten ein Zimmer für 3 Personen. Wie viel kostet ein Zimmer? Ich bitte um Antwort!

Mit freundlichen Grüßen

X

এই ভিডিও টা কাজে দিবে আশা করি।

 

স্পিকিং(sprechen)

এক্ষেত্রেও ৩ টা পার্ট থাকে ।

Teil 1:এটা পুরা ঝেড়ে মুখস্ত করতে পারেন।নিজের পরিচয় বলা লাগে পয়েন্ট অনুযায়ী।

 

Teil 2: প্রশ্ন করতে হয় আর আরেকজনের প্রশ্নের উত্তর দিতে হয়।

নির্দিষ্ট একটা  thema র নির্দিষ্ট শব্দ দিয়ে  প্রশ্ন করতে হয়। MODEL TEST দেখলে বুঝতে পারবেন।

Teil ৩:এখানে request  করতে হয় আর আরেকজনের request এ reaction দিতে হয়. অবশ্যই  bitte বলবেন।

 


আশা করি সবাই অনেক ভাল করে preperation নিয়ে exam দিবেন।

আর  পরিশেষে বলব জার্মান একটা ভালো ভাষা একে ভালবাসায় যায় 🙂

BIS BALD

mm

By Jannatul Ferdous Joya

Karlsruhe Institute of Technology (KIT) থেকে Studienkolleg করেছি। Winter semester, 2018 থেকে Technical University of Munich (TUM) এ Informatik এ ব্যাচেলর করছি ।

One thought on “A1 পরীক্ষা প্রস্তুতি”

Leave a Reply