অনেকেই উচ্চশিক্ষার জন্য জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন। এই আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ইউনি এসিস্ট (Uni-assist) ব্যবহার করা হয়। সেখানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার একটি উদাহরণ নিচে দেয়া হল।  ফর্ম এখন পরিবর্তিত হতে পারে। চেক করুন, কিন্তু আপনি এখান থেকে একটি ধারণা নিতে পারেন।


যারা ইউনি এসিস্ট কী এটা জানেন না, তাহলে এখান থেকে ঘুরে আসুনঃ 

আবেদনের মাধ্যম যখন Uni-assist


এখানে নিচে ফর্মটি লোড হবে। দেখা না গেলে এই লিংকে ক্লিক করুন। ধন্যবাদ।


আরো পড়তে পারেনঃ

mm

By Mridul Roy

পড়ছিঃ কম্পিউটার সাইয়েন্স, Bergische Universität Wuppertal। থাকিঃ Wuppertal, Germany তে।

Leave a Reply