.

বিশেষ দ্রষ্টব্যঃ আজ ২০/০৭/২০১৬, জার্মান সময় দুপুর ১টার দিকে মাশরুফ হোসেন ভাই জানালেন, ৫ দিনেই ১০ লক্ষ টাকা যোগাড় হয়ে গিয়েছে। তাই আপাতত টাকা তোলার আর দরকার নাই। পরবর্তীতে প্রয়োজন পড়লে আবার ফান্ড তোলা শুরু করা যাবে। তাই আমরাও ফান্ড তোলার প্রচেষ্টা আপাতত বন্ধ করছি। তবে বিভিন্ন শহরে যারা ইতিমধ্যে টাকা তুলে ফেলেছেন, তাঁরা দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দিন। আর যারা ইতিমধ্যে টাকা পাঠিয়ে দিয়েছেন, তাঁদের সবার টাকা একসাথে সামনের সোমবার(২৫/০৭/২০১৬) ইউসুফ ভাইয়ের একাউন্টে পাঠিয়ে দেয়া হবে। কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন যাতে ম্যাজিস্ট্রেট ইউসুফ ভাইয়ের প্রয়োজনে আমরা আবার ঝাঁপিয়ে পড়তে পারি। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। মনে রাখবেন এবং জানবেন, সব ভালোর পাশে, জার্মান প্রবাসে। 🙂

আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ওয়ান ম্যান আর্মি, ম্যাজিস্ট্রেট ইউসুফ সাহেবের(Bansuri M Yousuf, যিনি Magistrates, All Airports of Bangladesh, পেজের ক্রিয়েটর এবং এডমিন) প্রস্টেট ক্যান্সার হয়েছে।
.
এই মানুষটার ব্যাপারে আসলে বললে শেষ হবে না। তিনি কীভাবে একলা হাতে এয়ারপোর্টের সকল অপকর্ম প্রতিরোধ এবং প্রতিকার করেছেন/করছেন তা রীতিমত রুপকথা। এয়ারপোর্টের বিভিন্ন এজেন্সির বদমায়েশগুলোর সাক্ষাৎ যম, আমাদের ইউসুফ ভাই।
.
কেন? দেশটাকে ভালবেসে কীভাবে ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন সেটা ইউসুফ ভাইকে দেখেই অনুভব করতে পারি।
.
এই মানুষটা লক্ষ লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তিনি বিপ্লব এনে দিয়েছেন। যে জায়গায় চোখ বন্ধ করে বসে থাকলে কয়েক কোটি টাকা কামানো কোন ব্যাপার না, সৎভাবে সেই জায়গায় চাকুরি করে ইউসুফ ভাইয়ের পকেটে দশ হাজার টাকাও নেই। তাহলে কি ইউসুফ ভাই হেরে যাবেন?
.
না, আমরা ঠিক করেছি ইউসুফ ভাই হারবেন না। ইউসুফ ভাইয়ের মত মানুষেরা হারতে পারেন না।
.
সেই সুবাদে টাকা লাগবে কিনা তা নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছিলাম। অবশেষে আজকে মাশরুফ ভাই এটা নিশ্চিত করেছেন। টাকা লাগবে। এই লক্ষ্যে আমরা অফিশিয়ালি জার্মানি থেকে একসাথে ফান্ড তোলার ব্যবস্থা করছি।
.
এতে ট্রাঞ্জএকশন ফি অনেক কম পড়বে এবং টাকার অংকও বেড়ে যাবে। আমাদের ফান্ডে টাকা পাবার ২৪ ঘন্টার মাঝেই আমরা গ্রুপ এবং ওয়েবসাইটে তাঁদের নাম প্রকাশ করব। এতে ট্র্যান্সপারেন্সি বজায় থাকবে। যদি কারো নাম প্রকাশে অনীহা থাকে তবে আমদের জানাতে হবে।

yousuf bhai

যদি “জার্মান প্রবাসে” তাঁর কাজ দিয়ে যদি আপনাদের কখনো এতটুকু সাহায্য বা অনুপ্রাণিত করে থাকে, তবে আপনি আজ ইউসুফ ভাইয়ের সাহায্যে এগিয়ে আসুন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল।
===========
আমরা আশা করছি চাকরিজীবী বড় ভাই এবং আপুরা অন্তত ৫০ ইউরো এবং যারা শিক্ষার্থী তাঁরা অন্তত ১০ ইউরো করে দেবেন। ইউসুফ ভাইকে সাহায্য করার মত বড় কাজ এবং আমল কিছুই হতে পারে না। এর চেয়ে বেশি আর কী বলব, বলেন?
===========
ফান্ড পাঠানোর শেষসময়ঃ ২৯/০৭/২০১৬, জার্মান সময় রাত ১২টা। (এই সময়কালের পর দয়া করে কেউ টাকা পাঠাবেন না। এরপর আমরা টাকাটা পাঠিয়ে দিব।)
===========
শুধু জার্মানি নয়, ইউরোপের যেকোন দেশ থেকেও সরাসরি আমাদের সাহায্য পাঠাতে পারেন। ডয়েচে ব্যাংকের ঠিকানাটি নিচে দেয়া হল।
===========
প্রতিদিন জার্মান সময় রাত ১০টায় ফান্ড এর আপডেট গ্রুপ এবং ওয়েবসাইটে দেয়া হবে।
===========
যেকোন প্রশ্ন/সমস্যা/পরামর্শ দিতে চাইলেঃ
.
এক ক্লিকে ফেসবুকে মেসেজ দিনঃ https://goo.gl/DJPtNy
অথবা ইমেলঃ [email protected]
===========
ফান্ড পাঠানোর ঠিকানাঃ
.
Name: Tanzia Islam
IBAN: DE79860700240707175600
BIC: DEUTDEDBLEG
Bank Name: Deutsche Bank
.
বিষয়/Subject: “Support fund for Yousuf” লিখতে ভুলবেন না।
.
অথবা,
.
Paypal: [email protected]
===========
তানজিয়াকে আপনারা প্রায় সকলেই চেনেন। তিনি জার্মান প্রবাসের অন্যতম ফাউন্ডিং মেম্বার। আশা করি বরাবরের মত এবারেও সে এই ব্যাপারে ঝাঁপিয়ে পড়বে।
.
তাহলে এবার ঋণ শোধের পালা। আমরা জানি ইউসুফ ভাই হারবেন না। কারণ আমাদের ভালবাসাই ইউসুফ ভাইকে সম্পূর্ণ সুস্থ করে তুলবে।
.
সকল তথ্যসূত্র এবং লেখা কৃতজ্ঞতাঃ জনাব Mashroof Hossain ভাই এবং Mahbub Kabir Milon ভাই।

প্রচারেঃ https://www.facebook.com/groups/BSAAG/(Trusted by 53k+ members) and GermanProbashe.com
===========
বাংলাদেশ থেকে যারা সাহায্য করতে চাইছেন তাঁরা এই অফিশিয়াল গ্রুপে যোগ দিতে পারেন, এখানে বিস্তারিত আলোচনা হচ্ছে, গ্রুপের নামঃ Support for Yousuf Bhai, লিংকঃ https://www.facebook.com/groups/1765542967055471/
===========

ফান্ড আপডেট

১৯/০৭/২০১৬ঃ

Mahmudul Hasan Shovon……………..10€
Ahtashom Evan………………………………..50€
Md Rafiul Sabbir Hridoy………………..50€
Abu Sayed Sajib…………………………….15€
Mohammad Sakib Ibn Nur…………….10€
নাম প্রকাশে অনিচ্ছুক, Karlsruhe……..20€
Mridul Chandra Roy………………………10€
নাম প্রকাশে অনিচ্ছুক, Münster………..20€
Md Faisal Hossain…………………………20€
নাম প্রকাশে অনিচ্ছুক, Köln……………..15€
MD Sayeedur Rahman……………………20€
Mariama Muarif…………………………….10€
Alfred Debashish Bhowmick……………10€
Altaf Mahmud………………………………..50€
Syed Asaduzzaman…………………………50€

Day 1
total collection……………………………..360€


২০/০৭/২০১৬ঃ

Tousif Bin Alam……………………………20€
Rinku Kanti Chowdhury………………..10€
Mohammad Azizul Haque……………..10€
Shuvo Chakravorty……………………….10€
Md Jahangir Alam………………………..10€
MD. Mamun Sherajul Majid………….10€
ABDULLAH AL MASUD ………………10€
Z Hasan……………………………………….10€
Mohammad Soriful Islam………………10€
Mainul Quraishi……………………………10€
Benzir Bashar Chowdhury……………..10€
S. M. Imran………………………………….10€
Mohammed Nahid Hossain……………10€
Md Arif Rabbani……………………………10€
Saif Tanvir Onik……………………………10€
Ahsan Ullah Ahmad………………………15€
Sheikh Fahad Hossen…………………….20€
Abu Shad Ahammed………………………20€
Mohammed Amanot Ullah……………..30€
Samad, Ataus………………………………..30€
Khan, Mohammad Ullah………………..50€
Bepari, Mohammad Mostafa………….50€
Muhammad Hasan Uz Zaman………..50€

Day 2
total collection…………………………….425€

২১/০৭/২০১৬ঃ

Akhia Akhi…………………………………..20€
Md Sayfullah……………………………….50€
নাম প্রকাশে অনিচ্ছুক, Stuttgart……..20€

Day 3
total collection……………………………..90€

২২/০৭/২০১৬ঃ

Monesha Haque…………………………..20€

Day 4
total collection……………………………..20€

২৫/০৭/২০১৬ঃ
Dr. Animesh Kumar Gain………………50€

Day 5
total collection………………………………50€

২৬/০৭/২০১৬ঃ

Biswajit Mallik………………………………50€
Rajob Deb Nath…………………………….50€

Day 6

total collection……………………………..100€

২৮/০৭/২০১৬ঃ

Sujoy Paul……………………………………..50€
নাম প্রকাশে অনিচ্ছুক, Darmstadt………10€

Day 7

total collection…………………………………60€
…………………………

জার্মান প্রবাসের পঞ্চম বর্ষ পূর্তির হিসাব নিকাশ
“আমাদের দেশে হবে সেই ছেলে কবে,  কথায় না বড় হয়ে কাজে বড় হবে”

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

2 thoughts on “ম্যাজিস্ট্রেট ইউসুফ ভাইয়ের জন্য আমাদের ভালবাসা এবং ফান্ড আপডেট”
  1. […] হিসেবে নিয়েই আমরা সিধান্ত নেই ম্যাজিস্ট্রেট ইউসুফ ভাইয়ের জন্য আমাদ… নামের লেখাটি প্রকাশ করতে এবং আমাদের […]

Leave a Reply