বিভিন্ন কারণে  ইসলাম কিংবা মুসলিম ইউরোপের একটি “হট” টপিক। কেউ এটাকে উদার দৃষ্টিতে দেখেন, আবার কেউবা দেখেন সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে। তবে কমবেশি সবাই একটা অস্বস্তিতে ভোগেন এই বিষয়ে আলোচনা করতে। ফ্রান্সে ঘটে যাওয়া বেশকিছু ঘটনা এর জন্য অবশ্যই দায়ী। অনেকেই তাই প্রশ্ন করেন, ইউরোপে কত শতাংশ মানুষ আসলে ইসলাম ধর্মের অনুসারী? মজার ব্যাপার হল মানুষজন যতটুকু মনে করে তাঁর চেয়ে এখনও প্রকৃত সংখ্যা অনেক কম।


যেমনঃ ফ্রান্সে চালানো এক জরিপে দেখা যায় তাঁরা বলছেন তাঁদের আশেপাশে প্রায় ৩১% মানুষ মুসলিম, কিন্তু আসল সংখ্যা হল মাত্র ৮%।  ইকোনোমিস্টের করা এই ইনফোগ্রাফিকে আমরা প্রকৃত বাস্তবতাটা দেখে নিতে পারি।


ইউরোপে ইসলাম

তথ্যসূত্রঃ http://www.economist.com/

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply