বাংলাদেশ থেকে অনেকেই জার্মানীতে ব্যাচেলর লেভেলে পড়াশুনা করতে ইচ্ছুক | কিন্তু বাংলাদেশ থেকে এইচএসসি পাস করে সরাসরি জার্মানীতে ব্যাচেলরে এডমিশন নেয়া যায়না | তবে আশার কথা হচ্ছে আপনি যদি এইচএসসি এর বদলে এ লেভেল পাস করে থাকেন তাহলে আপনি জার্মানীতে ব্যাচেলর লেভেলে সরাসরি এডমিশন নিতে পারবেন | “জার্মানীতে গিয়ে স্টুডেন্টকলিগ করা” বা “বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে ২ বছর কমপ্লিট করা” – এগুলো কিছুই করতে হবেনা | আসুন জেনে নেই ও/এ লেভেল করা একজন স্টুডেন্ট এর জন্য জার্মানীতে ব্যাচেলর করার জন্য রিকয়ারমেন্টসগুলো কি কি |


ব্যাচেলর স্টাডি – Application steps and reality


# বেইসিক রিকয়ারমেন্ট :

বেইসিক রিকয়ারমেন্ট সবার জন্য, সব সাবজেক্টের ব্যাচেলরের জন্য প্রযোজ্য |
১. এ লেভেলে অন্তত চারটা সাবজেক্ট থাকতে হবে | এই চারটা সাবজেক্টের মধ্যে তিনটা সাবজেক্টে সম্পুর্ন এ লেভেল কমপ্লিট থাকতে হবে | অন্যটাতে শুধু AS কমপ্লিট করা থাকলেও হবে | এই চারটা সাবজেক্ট সম্পূর্ণ আলাদা চারটা সাবজেক্ট হতে হবে | একই বিষয়ে দুটো সাবজেক্ট থাকলে সেটা একটা সাবজেক্ট হিসেবে গন্য হবে | যেমন ম্যাথস এবং ফারদার ম্যাথস থাকলে সেটা একটা সাবজেক্ট হিসেবে গন্য হবে |
২. চারটা সাবজেক্টের মধ্যে একটা হতে হবে ভাষা সম্পর্কিত | কিন্তু সেটা যে জার্মান ভাষা হতে হবে এমন কোন কথা নেই | ইংলিশ থাকলেও সমস্যা নেই তবে ভাষা  সম্পর্কিত একটা কোর্স থাকতেই হবে |
৩. চারটা সাবজেক্টের মধ্যে ম্যাথস/ফিজিক্স/কেমিস্ট্রি/বায়োলজি এর মধ্যে অন্তত একটা সাবজেক্ট থাকতেই হবে |

# ব্যাচেলরের সাবজেক্ট রিলেটেড রিকয়ারমেন্ট :

# হিউম্যানিটিজ, ল, সোশ্যাল সাইন্স , ইকনমিক্স ,আর্টস বিষয়ক প্রোগ্রাম :
১. যারা হিউম্যানিটিজ, ল, সোশ্যাল সাইন্স , ইকনমিক্স অথবা আর্টসের কোন বিষয়ে পড়তে চান তাদের ক্ষেত্রে এ লেভেলে অন্তত একটা সাবজেক্ট ব্যাচেলরের সাবজেক্ট
রিলেটেড হতে হবে | যেমন কেউ ব্যাচেলরে ল পড়তে চাইলে এ লেভেলে তার ল থাকতেই হবে |
২. ইকনমিক্স অথবা সোশ্যাল সাইন্সে যারা পড়তে চান তাদের এ লেভেলে ম্যাথস থাকতেই হবে |

# ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অথবা সাইন্স বিষয়ক প্রোগ্রাম :
১. এ লেভেলে ম্যাথস থাকতেই হবে |
২. ন্যাচারাল সাইন্স বিষয়ক একটা সাবজেক্ট মানে ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি এর মধ্যে একটা থাকতে হবে |

#মেডিকেল প্রোগ্রাম :
১. এ লেভেলে কেমিস্ট্রি থাকতেই হবে |
২. ম্যাথমেটিক্স অথবা ন্যাচারাল সাইন্স বিষয়ক আরো অন্তত ২ টা সাবজেক্ট থাকতে হবে |

আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.anabin.kmk.org  এবং  যে ইউনিভার্সিটিতে এডমিশন নিতে চাইছেন সেই ইউনিভার্সিটিতে যোগাযোগ করুন |

নিচের ডকুমেন্টটি Anabin থেকে নেয়া হয়েছে। দেখতে পারেন। ধন্যবাদ।

Link: https://goo.gl/Kap6jy


ব্যাচেলর স্টাডি – Application steps and reality


Bachelor Study in Germany-বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যাচেলর করতে আসবেন কিভাবে?

mm

By শাওন ইসলাম

আমি শাওন। পড়ছি/পড়ব জার্মান কোন বিশ্ববিদ্যালয়ে। :)

Leave a Reply